অলিখিত #১
রোদ্দুরের গায়ে কমলাগন্ধ, বহুদিন পর ঝেঁপে আসা আদরের মতো শীত। তোমাকে না পাঠানো চিঠিগুলোতে, সুগত, যতো উষ্ণতা সযত্নে রেখেছি এতদিন, এসো আঁজলায় ভরে নিই। নস্টালজিয়া, আহা ফের সেই খাতা খুলে দেখো- হলুদ দুপুর ভরে গুনগুন শীতের বাতাস সোনাঝুরি পাতা আর অসময়ে রুদ্রপলাশ পায়ে পায়ে যতদূর পথ, একসাথে চলা আর খুঁজে নেওয়া নিরালা সে বিশ্রামকোণ। যতদূর কাছে এলে দূরে যাওয়া অলীকের মতো, যতখানি ছায়া পেলে ঘিরে আসে স্বপ্নের ঘুম ততোখানি মন বিছিয়ে রেখেছি, অবসরে দেখে নিয়ো, বালিশের নিচে রাখা চাবি আর নীল চিরকুট।