Posts

Showing posts from May, 2023

অলিখিত #২

Image
অবিরাম ভাবনার ভিড়ে অগোছালো বিষাদ কোলাজ কবেকার জমা কথা, হারানো সুখের ব্যথা খুঁজে তোলপাড় করা সেই মন নামে ছোট্ট দেরাজ। কী পেলাম, যদি বলো, সে তোমার নাম সেই ছুঁঁয়ে ছুঁয়ে থাকা, জীবনের কাছে রাখা দুজনের নিবিড় আরাম। তুমি ছাড়া দিনগুলো- ঠিক কতো গাঢ় সেই ধূসর বা কালো,আন্দাজ নেই তবু জোনাকির তল্লাশে একা ফিরি স্মৃতির শহর। সেখানে হলুদে লালে কৃষ্ণচূড়ার ডালে, সুতীব্র বৈশাখ দিন।   তোমার জন্মদিনে উজ্জ্বল হয় দেখো প্রতিটি অমলতাস। সুগত, সন্ধের পর সেই আনমনা বেপথু বাতাস এলোমেলো করে যদি চুল- মনে কোরো, ভালোবাসি আগের থেকেও বেশি।  তবু না চেয়েও রক্তক্ষরণ.. সঞ্চয়ে তাও থাক, গোপন ক্ষতের দাগ বেফসলী মন আর আঙুলের ফাঁকে ঝরা সময়ের বালি আয়োজন এটুকুই খালি। মনে হলে নিয়ো... ভুলে যেয়ো