অলিখিত #৩
এইখানে থামো। দৃষ্টি বিছাও, ভিরানি ঝারোখা এই, অনতিদূরেই দেখো - প্রেম। সুগত, দূর থেকে দূর দেখো যদি, অলীক লাগে না, বলো! মনে হয় ছুঁয়ে যাই সোহাগের রোদ্দুরে ধুয়ে যাই নিকটের গূঢ় গুঁড়ো জাল। চলো, লিখি ফের আদরের কিছু অক্ষর যেমন বহতা আমাদের নিজের নদীটি সুজল, শান্ত- তবু তার ছোট ছোট স্রোত কাছে থাকা, দূরে আসা, ভালোবাসা রঙ আর ভরে থাকা তুলির আঁচড় যত, এঁকেছিলো কখনও না বাঁধা সেই আমাদের এতটুকু ঘর। আঙুলের গিঁট বাঁধা থাক, সুগত দিনশেষে কিছু পিছুটান রাখা যাক