অলিখিত #৪
চলে যাওয়া শ্রাবণের পথে ঝরে যাওয়া কদমের রেণু যতদূর, ততোধিক সুদূর প্রবাসে লেখা হোক ঠিকানা আমার। তির তির ঝোরাটির জলে ভেসে যাক আনমনা স্তব্ধ দুপুর। ছায়ার সুরভিমাখা রোদ জানালার কাছ ঘেঁষে এলে, সুগত, তোমাকে কিছু লিখতে ইচ্ছে হয়। বিগত সুখের মতো সুর, দূরে কেউ বাঁশিতে ভাসায় আমাদের উজ্জ্বল দিন, আমাদের সেপিয়া বিকেল - ছুঁয়ে আসা যায়, ফিরে? যে পথের শেষ বলা নেই, স্মৃতিমঞ্জরী ছাওয়া আমাদের পথখানি সেই তেমনই রয়েছে দেখো, প্রবল নিবিড় আর ভালোবাসাময়.. আমাদের নিভৃত ব্যথা, আমাদের চেনা উপশম.. খুব কিছু বদলেছি আমি, তুমিও কি অন্যরকম?