Posts

Showing posts from November, 2017

কোমল গান্ধার

একটা বড় টানেলের মধ্যে দিয়ে সে চলেছে, অনেকটা পাতালরেলের সুড়ঙ্গের মত । চলেছে যেন কোনো এক অমোঘ গন্তব্যের দিকে । কেউ কি ডাকছে তাকে?! চারপাশে হঠাৎ আলোর ঝলকানিতে কতগুলো খুব চেনা মুখ, হাত নেড়ে কিছু বলবার আগেই আবার অন্ধকার । পরের বাঁকেই আবার, উফ্ কী আলো! আলোর কুয়াশা- কিচ্ছু চোখে পড়ে না । ...... বাসসটপে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই বড্ড অসহ্য লাগতে থাকে পর্ণার । এমনিতে এভাবে চুপ করে দাঁড়িয়ে মুখের মিছিল, গাড়ির ভিড়, বিলবোর্ড ইত্যাদি প্রভৃতি দেখতে বেশ ভালোই লাগে ওর, কিন্তু আজ ভীষণ বিরক্ত লাগছে । মার্চের শুরু, ক্যালেন্ডার বলছে বসন্তদিন, অথচ দেখো কি ভ্যাপসা গরম । রুমাল খুঁজতে গিয়ে সারা ব্যাগ তোলপাড় । কোথায় পড়ে গেছে কে জানে, আরো তিরিক্ষি হয়ে গেলো মেজাজটা । ঠিক তক্ষুণি দেখলো, রাস্তা পেরিয়ে আসছে পল্লব । অনেকটা দূরে হলেও চোখেমুখে চিন্তার ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে । -“ শোন, বাজে কথা বলবো না । SGPT বেশ হাই । এখন তো রেখেই দেবে । কন্ডিশন বেটার সেটা বললো না, তবে আনম্যানেজবল সিচ্যুয়েশন যে নয়, সেটা কিন্তু বললো ” -“ করণীয় কী এখন? ” -“ ভরসা রাখা, ভেঙ্গে না পড়া । আমি...

এমন আমি ঘর বেঁধেছি

Image
একটা রাস্তা কোথা থেকে আসতে আসতে একটা বাঁক নিয়ে আবার কোথায় যেন হারিয়ে গেছে...সেই বাঁকটার পাশে কিছুটা ঘাসে ঢাকা একটু উঁচু জায়গার উপর ছোট্ট একটা বাড়ি..সাদা কাঠের বেড়া আর গেট.. গেট পেরিয়ে নুড়ি বিছানো একটা রাস্তা চলে গেছে বাড়ির দিকে.. তার দুপাশে মরশুমি ফুলের থোকা থোকা হাসি.. ক্যালেন্ডুলা, পপি, জিনিয়া আর গোলাপ..... রাস্তা থেকে উঠেই একটা বারান্দা.. সেখানে একটা বেতের আরামচেয়ার ... উপরে একটা জাপানি লন্ঠন ঝুলছে.. বারান্দার এক কোণে একটা বড় টবে পাতাবাহার.. স্বপ্নের বাড়ি ওই টিলাটার ধারে কোল ছুঁয়ে যার কিশোরী নদীটি বাঁকে দেবদারু বন মেখে উঠে গেছে পথ ব্যালকনি জুড়ে মেঘ রোজ ছবি আঁকে বারান্দা দিয়েই ঢুকেই একটা মোটামুটি বড় ঘর.. তার দেওয়ালের রঙ হালকা বাদামি.. মেঝেতে একটা বাদামি-মেরুন গালচে পাতা .. একটা ছোট্ট তেপায়া টেবিল মাঝখানে.. তার উপরে কাঁচের বাটিতে বাগানের ফুল আর কিছু পাইনপাতা রাখা আছে.. ঘরের কোণে একটা লম্বা ল্যাম্প স্ট্যান্ড.. তার শেডএ নানান রঙের কাঁচ.. একদিকের একটা বড় বইএর আলমারি .. তার ভিতরে ভর্তি মোটা মোটা বই.. শক্ত  বাঁধাই.. কিন্তু আলমারিটা বন্ধ.. এদিকে ওদিকে কিছু চেয়ার আর দেওয়ালে ...