Posts

Showing posts from May, 2018

আন-কথা #৩

Image
মফঃস্বলের অনেকগুলো পাড়ার পাশেই আস্ত একটা নদী থাকে, তাতে আজীবনকাল ধরে ভেসে যায় কচুরিপানার ঝাঁক। নদীর ধারে বড় শিশুগাছে বাসা করে থাকে অনেক টিয়া, তার গভীর কোটরে ঘুমিয়ে থাকে গোখরো সাপ। দুটো বা তারও বেশি মাঠ থাকে এক একটা পাড়ায়, দল বেঁধে খেলা করে বেড়ানো একদল ইস্কুল পড়ুয়া ছেলেমেয়ে থাকে। একটা ভুতের বাড়ি থাকে, চেনা পাগল/পাগলী থাকে, আদর করে বাড়িতে ডেকে পুজোর থালার বাতাসা খাওয়ানো জেঠিমা/কাকীমা থাকেন, অন্ধকার হওয়ার পরে রাস্তায় দেখলে বকুনি দেওয়া কাকু/জেঠুরাও থাকেন। খেলতে গিয়ে কেটে-ছড়ে গেলে ঝোপ থেকে পাতা ছিঁড়ে ডলে দেওয়া বন্ধু থাকে, ঝুলন দেখতে এসে পুতুল উঠিয়ে নিয়ে চলে যাওয়া বন্ধুও থাকে। কবিতার লাইন ভুলে যাওয়া রবীন্দ্রজয়ন্তী থাকে, সরস্বতীপুজোর ফুলচুরি থাকে। মফঃস্বলের বাড়িগুলো মনে হয় একরকমই হয়। অল্প উঁচু পাঁচিল, গ্রীলের গেটের মাথায় মাধবীলতার ঝাড়। গেট পেরিয়ে উঠোন, উঠোনে তিন/চারটে গোলাপ, একটা জবা, একটা শিউলি, একটা রঙ্গন, একটা কামিনী গাছ, যার মাথা পৌঁছে যায় দোতলার ঘরের জানলা অবধি। উঠোন পেরিয়ে সাদা-কালো চক মেলানো বারান্দা, সেখানে একসাথে দুজন বসার একটা লম্বা চেয়ার। কোণের দিকে টেবিল থা...

কুর্চি

মাঝরাতের আধোচাঁদ মেঘের আড়ালে খানিকটা হারালেই দক্ষিণদিক থেকে একটা বাতাস উঠলো। মোড়ের মাথায় মুচকুন্দ চাঁপাফুলের পাপড়ি ঝরিয়ে, বড় লালবাড়িটার ছাদে জলের ট্যাঙ্কের নীচে ঘুঘুর বাসায় ছোট্ট ছানাগুলোর সদ্য গজানো পালকে শিরশিরানি তুলে দিয়ে হাওয়াটা এসে পৌঁছালো গলির মুখের ফ্ল্যাটবাড়িটার একদম উপরতলায় । আকাশীরঙের পর্দা উড়লো, উলোটপালোট হলো ফ্রিজের মাথায় রাখা টেবল ক্যালেন্ডারের পাতাগুলো। সবই তো ঠিক আছে, এই তো কাচের জাগে জল, টেবিলে মৌরি-মিছরির কৌটো, সেই পুরী থেকে আনা কাঠের কৌটোটাই তো! এই সোফা, কুশন কভার, পর্দা এসব নতুন, বাঁকুড়ার ঘোড়া দুটোর একটা রয়েছে, অন্যটা নিশ্চয়ই ভেঙেছে বাসাবদলের সময়। রান্নাঘরের স্টিলের ছোটো জারগুলো প্রায় সবই আছে, বদলের গেছে লেবেলের লেখা। বদল, হ্যাঁ সে তো আরো কতো কিছুই! পর্দার ফাঁক দিয়ে রাস্তার আলো এসে শোয়ার ঘরের মেঝেতে কীরকম ডোরাকাটা ছায়া এঁকেছে, সেই বালিশের পাশে চশমা রাখা...চুলে এত সাদা ছোঁয়া লেগেছে এরইমধ্যে!! ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসলো কৌশিক। সেই গন্ধটা, আবার! পরিষ্কার মনে আছে গন্ধটা নাকে লাগতেই ঘুমটা ভাঙলো ওর। কিন্তু কই এখন তো আর নেই! বিছানা থেকে নেমে শোওয়ার ঘরের লাগোয়া বারান...