নামহীন #৭
এ
কেমন বিহ্বল দিন ,তাকেও লিখিয়ে নেয় দু-চার আখর
বহুকাল
পরে ফের শব্দের ঘ্রাণে, ডুব দিয়ে এলোমেলো মনের গহনে
খুঁজে
পায় –
কবেকার
হারানো সে বিষাদমুকুর,
ঝুরো
কিছু স্মৃতিফুল, বিবর্ণ অক্ষরমালা,
অসংবদ্ধ
গান কিছু, প্রলাপের সমনামে যাকে ডাকা যায়।
এই
তার মণিমঞ্জুষা- সযতনে রাখা তার জীবনের ধন।
আনমনা
ভেবে চলে আরও কিছু, আরও কিছু ছিল কি কখনও?
উতরোল
হাওয়া আর সোনাঝুরি মেঘ ছেঁড়া অযাচিত আলো-
হয়তো
ছিল না বা হয়তো সে হারিয়েছে অগোছালো জীবনের বাঁকে।
হে নিশীথ, সন্তাপহর,
অনির্বাণ এ গোধূলির কিছু রেণু দিও তার হৃদকুঠুরিতে
সঞ্চয়ে দিও কিছু
ভালোবাসা নামক সে ভ্রম, আগামীতে যদি তার লাগে।
Comments
Post a Comment