Posts

Showing posts from September, 2020

আন-কথা #৬

Image
কাচের মতো স্বচ্ছ নীল আকাশ আর মেঘ- তুলোর মতো মেঘ, ভ্যানিলা আইসক্রিম স্কুপের মতো মেঘ, সুখস্বপ্নের মতো মেঘ। অনেকটা উঁচুতে পাক খাওয়া একলা চিল, ডানায় যার নাকি রৌদ্রগন্ধ। শরতের উজ্জ্বল বেলা, আচমকা আসা উত্তাল হাওয়ায় উড়ে যায় সামনের ছাদে মেলে দেওয়া ডুরে শাড়ি। দেখতে দেখতে উত্তর-পশ্চিমে কালো হয়ে এলো। দক্ষিণের সাদা আর উত্তরের কালো মেঘে না জানি কী মান অভিমান হলো, একপশলা ঝরে গিয়ে আবার ঝলমলিয়ে উঠলো আকাশের ক্যানভাস। সারাদুপুর এলোমেলো হাওয়া শান্ত হয় যখন সপ্তাশ্ব চলেছে ফেরার পথে। কী মায়াময়, অপার্থিব আলোর ফুল সারা আকাশ জুড়ে....দেখতেই থাকি, দেখতেই থাকি। বিশ্রাম- বহু প্রতীক্ষিত সেই বিশ্রাম আমার। সারাদিন সামান্য কিছু কাজ আর অনেক বিশ্রাম, ঘুম- সুখের জন্য এর বেশি আর কী প্রয়োজন!"অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন..."  ভরার তো কথাই,কিন্তু...এক বিশালাকার কিন্তু ছায়া ফেলে আছে দিনযাপনে... সামান্য কিছু শারীরিক অস্বস্তি আর পাহাড়প্রমাণ ক্লান্তিতে ভেঙে যেতে যেতে জানলাম এই করোনাকাল ছুঁয়েছে আমাকেও। তারপর থেকেই শুরু এই নির্বাসনের বিশ্রাম। শারীরিক অসুবিধার সাথে ওই উত্তর-পশ্চিমের মেঘের মতই ঘন হয়ে আসে মনখারা...