ইচ্ছে করে

প্রবল কোন অসম্ভবের সঙ্গী হতে ইচ্ছে করে।
আয়নাপাড়ের ক্লান্ত ছবি,
বন্ধ তালার ভ্রষ্ট চাবি
হিসেবনিকেশ লাভ খতিয়ান থাকুক পড়ে-
গহন কোনো ঘুমের মাঝে তলিয়ে যেতে ইচ্ছে করে।

আমার ভীষণ ইচ্ছে করে...

থাকবে সাথে রুকস্যাক আর লেখার খাতা।
হারাবে পথ পাহাড়পথে,
একলা হব নিজের সাথে
শুনব হাওয়ার কাঁপনলাগা স্তব্ধগাথা।
এই জীবনে আর কত বা পাওয়ার কথা।
আমার আর কত বা পাওয়ার কথা..

সেদিন যদি আমায় ভেবে একটু ভেজে চোখের কোণা,
পাইনবনের বাতাস আমায় পৌঁছে দেবে তার নিশানা।
মনকেমনের ঘুমকুয়াশায় হাতছানি দেয় শহর আমার,
ফেরার হওয়া পথগুলি সব বায়না করে তোমায় ছোঁয়ার-

হয়তো ফিরে আসতে পারি, নির্ঝরিণী
খামখেয়ালের মনকে কি আর সত্যি চিনি?


এই মনকে কি আর সত্যি চিনি?!

Comments

Popular posts from this blog

আনকথা #১২

অলিখিত #৪

অলিখিত #৩