হারিয়ে যেতে যেতে ( পুরোনো ব্লগ থেকে)
খবরের কাগজে নিরুদ্দেশ কলাম পড়তে আমার কেন জানি বেশ লাগে।
ভাবি, সত্যি কতো মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে প্রতিদিন। কোথায় যাচ্ছে এরা, কী হচ্ছে
এদের, এদের মধ্যে কেউ কি ইচ্ছে করেই নিখোঁজ নাকি ঘটনাস্রোতে হারিয়ে গেছে?! ভালো
লাগে তাদের ফিরে পেতে চেয়ে প্রিয়জনদের আর্তি। এটাও ভাবি যে এতো মানুষ তাকে
ভালোবাসে জানলে হয়তো সে আর নিরুদ্দেশ হতোই না। “অমুকের খোঁজ পেলে অমুক ঠিকানায়”
জানানোর কথা লেখা থাকে সেই সব বিজ্ঞাপনে। কেউ যখন নিজের অভ্যস্ত ঘেরাটোপের
নিভৃততাকে পিছনে ফেলে বেরিয়ে আসে, তখন কি সেটা আর তার “বাড়ি” থাকে? নিছকই “ঠিকানা”
হয়ে দাঁড়ায় না কি? কিছু অক্ষর আর সংখ্যা দিয়ে তৈরি একটা ঠিকানা তখনই কারোর নিজের
হয়, যখন সেখানে মেশানো থাকে উষ্ণতা আর মায়া মাখা কোনো আশ্রয়।
যদিও, “তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো...”, তবুও যারা
ইচ্ছে করেই নিরুদ্দেশ হয়ে যায়, তাদের কি খুঁজে পাওয়া সত্যি সম্ভব? রক্তমাংসের
শরীরে থাকা মানেই তো শুধু থাকা নয়, সবার মাঝে থেকেও নিরুদ্দেশ হয়ে যাওয়া যায় মনে
মনে আর “মনের হদিশ কেই বা জানে...”
Comments
Post a Comment