ঘরে ফেরার গান ( পুরোনো ব্লগ থেকে)
কবিতার খাতা ছেড়ে এইবার নেমে এসো,
সুগত
চলো পাশাপাশি থাকি কিছুক্ষণ।
বহুদিন ধরে সঞ্চিত শব্দেরা, কথাজন্মের প্রত্যাশা করে বরফ হয়েছে বহুকাল
এই শীতে এসো উত্তাপ দিই তাহাদের।
শুরু হোক কিছু বয়ে চলা।
বেয়ে চলা কিছু শুরু যদি হয়, হোক।
বেতের বাস্কেট থেকে কমলাগন্ধ দুপুর
বেরোক,
অলস ভাবনার গালিচা বিছাবো শিরীষের
নিচে।
একফালি রোদ্দুর টেনে দাও পায়ের পাতায়,
আহা,
কি আরাম!
উদাসীন হাওয়া চুলে গুঁজে দিক ঝরা পাতা।
আমরা নিমগ্ন থাকি অনুচ্চার আলাপচারিতায়।
নষ্টালজিয়া, আহা বড় মিঠে নাকি সৌরভ তার গায়ে!
কবেকার ফেলে আসা ছবিখাতা উল্টিয়ে দেখা
যেন,
এমনি ছিলাম বুঝি?
আরে,
তুমিও অমন
আর আমাদের সেই দিনগুলি...বড়ো মনোরম...মায়াময়!!
মন্দ তো নয়, তবে বড় ভয় করে জানো,
স্মৃতিপথে হাঁটা এত ঘন ঘন-বয়স ধরলো নাকি??
মেঘে জলে বেলা গেলো ঢের।
তবু জানি কাল খুব ভোরে ওঠা, আরো দূর পথ যেতে হবে।
যেতে হবে জানি, চলে যাবো
বন্দর থেকে বন্দর-অন্তরে।
তুষারপাতের দিন আছে সম্মুখে, সঞ্চয়ী হতে হবে খুদকুঁড়ো রসদ জোগাড়ে।
শাস্ত্রে বলেছে, চরৈবেতি।
এগোনোর কথা সকলে বলেছে জানো।
কিন্তু ফেরাটা - বড় প্রয়োজন বুঝি
তার।
চলে চলে গেছি-
দূর থেকে দূর হয়েছে যা ছিলো সব।
শিউলির ভোর, মায়ের
স্পর্শ, বৈশাখী বিকেলের উন্মনা যত ঝোড়ো হাওয়া
তুলি রঙ,
কোজাগরী সন্ধ্যার মুখ;
খাতার পেছনে গ্রথিত গোপন কোনো নাম, ধুয়ে চলে গেছে কবেকার অশ্রুর মতো।
যা গিয়েছে যাক। কে কবে কী পেয়েছে
বিলাপে?
তার চেয়ে আজ থেমে থাকি কিছুকাল।
দুদন্ড শান্তির আমিও তো আছি
দাবীদার।
সাথে থাকো।
নেমে এসো কবিতার খাতা থেকে, সুগত,
চলো পাশাপাশি থেমে থাকি এক সাথে।
বহুকাল ধরে না দেখা স্বপ্নেরা-
আলোজন্মের প্রত্যাশা নিয়ে তারা
হয়ে ফুটেছে অযুত।
এ বসন্তে আজ মালা গাঁথা হোক
তাহাদের।
পিছে ফেলে আসা গান থেকে আনো সুর,
বাণী বুনে নেবো আজকের অনুভবে।
আগামী সূর্যে শুভেচ্ছা অনিবার-
এসো আজ বাঁচি আজকের উৎসবে।
যা হারিয়ে যায় তা কি আর ফিরে আসে, তবু পিছুটান রয়ে যায়, বারবার কবিতার খাতার পাতায় সেই হারানো অনুভূতি খোঁজা অব্যাহত
ReplyDelete