জলের কাছে
চোখের মাঝে হারিয়ে গেছে পথ
পথের মাঝে আকাশ ভেঙ্গে এলো
ভাঙ্গন না কি নতুন করে গড়া
জানতে হলে জলের কাছে চলো
জল ছুঁয়েছে গোপন ভালোলাগা
যেমন তোমার স্পর্শ-সঞ্জাত
ভিজছে গভীর, আমারো ভিজে যাওয়া
এমন প্লাবন কখনো আসেনিতো
জল জেনেছে অর্থ সমর্পণ
আগুন জ্বালে নিভৃত চকমকি
ইচ্ছেসুখে ঝড়ের আমন্ত্রণ
জল জানে আর তুমিও জানো না কি?
জল জেনেছে বালিশভেজা দাগ
সুখের ঘরে বাস করে কোন ফাঁকি
জল জেনেছে ঘুমিয়ে পড়ার আগে
কোন নামেতে তোমায় আমি ডাকি
Comments
Post a Comment