আন-কথা #৫

ছাতিমফুলের গন্ধ, ঝলমলে নীলাকাশ নিয়ে শহরে ফের উৎসবের ঘ্রাণ। আলোর মালায় শহর যত সাজতে থাকে, মনের ভিতর কতজন্মের বিষণ্ণতা জমতে থাকে শিশিরকণার মতো। আমার ছাদবাগানে স্থলপদ্ম ফোটে, বহু অপেক্ষার পরে এক-দুটো কুঁড়ি আসে শিউলিতে। তার চোখ মেলার আগেই আমি রওনা হই দূরে। পাহাড়, সমুদ্র- অনেককিছুই দেখা হয় এ যাত্রায়। আমার মনখারাপ কমে না। আমার অন্ধকার ঘর, আমার মাধবীলতার ঝাড়, আমার অনেককিছু, আমার সবকিছু, আমার তোমার জন্য মনখারাপ করে। ফেরার দিন এগিয়ে এলে স্বস্তি পাই। ফেরার পথে চোখে পড়ে আকাশগঙ্গার পাড় ছেয়ে ফুটে থাকা অনন্ত কাশফুল। আমার ভালো লাগে। আমার ভাবতে ভালো লাগে, আমাদের সম্মিলিত যাপনে আগামীতে কোনও এক উৎসব নিশ্চয়ই আনন্দের হবে।

Comments

Popular posts from this blog

আনকথা #১২

অলিখিত #৪

অলিখিত #৩