নামহীন #৫
সে দেখে আনমনে ঝরা পাতা ওড়া, ধুলোখেলা।
হেমন্তে খুঁজে পাওয়া শব্দ, যাকে সে হারিয়েছে গত শীতে, উপহাস ছাড়া আর কিই বা তারা দিতে পারে তাকে, আজ এই প্রাক ফাল্গুনে।
বেলাশেষ হয়ে এলে যেইভাবে ডাকে গৃহকোণ, ধোঁয়া ওঠা পেয়ালা পিরিচ,
আলুথালু মায়াময় সেই ডাক তাকেও কি ফেরায় কোথায়ও!
হারানো মনের সরণিতে একে একে জ্বলেছে নিয়ন।
সে দেখেছে শ্রান্তির শত আয়োজন, ছায়াহীন উজ্জ্বল সাঁঝে।
কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে,
হে নিশীথ,
অনিঃশেষ কিছু ভ্রম দিও তার কাজললতায়।
দিও তারে ভালোবাসা ছাড়া আর যা যা কিছু সে ভালোবাসে।
Comments
Post a Comment