নামহীন #৬
অলীক কোনও বৃষ্টিবিকেল স্পর্শ থেকে দূরে
ভিতরপানে হয়না ভেজা, কেবলই মেঘ করে।
মেঘের পরে মেঘ জমে যায়, ঘনিয়ে আসে কালো
এমনদিনে কোথায় পাবো বজ্রমাণিক আলো
আলোর ছায়া জড়িয়ে থাকে অসীম আলেয়ায়
খুঁজতে তাকে, "বাবুল মোরা, নইহার ছুট হি যায়"
ছুটির দিনের বৃষ্টি খুঁজি আধা জীবন ধরে
অন্তরেতে হয়না ভেজা, কেবলই মেঘ করে।
Comments
Post a Comment