নামহীন#৮

বিষের চেয়েও নীল এক সন্ধ্যার মুখে
ঘরে ফেরা একলা পাখির সাথে সেও বুঝি ফেরে ঠিকানায়-
অতিদূর যেন কোনও জন্মের পার।
এক ফালি নদী আর ছোট এক ঘর, পাহাড়িয়া জনপদ শেষে।
সারাদিন ভুট্টার ক্ষেতে ঝুঁটিবাধা বুলবুলি ঝাঁক।
শষ্যের ঘ্রাণ ফেরে সোনারঙ আলোর আদরে মিলে মিশে।
দিনান্তে নদীর বাতাস না জানি কী বলে যায় কানে।
ঝেঁপে আসে জোনাকির বান; ব্রীড়া অবনত তার চোখে চাঁদ আঁকে মায়াকজ্জ্বল। বাকিটুকু- 
ঠিক তাই, রূপকথা যার নাকি নাম।

বিষের চেয়েও নীল সন্ধ্যার মুখে, আজ এই বিষণ্ণ শহরের বুকে
হে প্রেম, অবিনশ্বর, দাও তাকে আঁখি না মেলার অবকাশ।
স্বপ্নের সৌরভ যদি কিছু থেকে থাকে অন্তর-স্থলে, থাক তার একান্ত ইতিহাস। 

Comments

Popular posts from this blog

আনকথা #১২

অলিখিত #৪

অলিখিত #৩