নামহীন #৯

এইসব আবছায়া শীত সন্ধ্যায়, একান্ত নিজেকে তার করুণার সাধ হয় খুব।

আহা থাক তার কোমরছাপানো কালো একঢাল চুল, রাঙাপাড় ধনেখালি, এলাইচি পান আর কানপাশা থাক একজোড়া,
দাঁড়ে বসা কাকাতুয়া আর দাহ হলে চন্দনকাঠ।

অথবা সে পাক কোনও পাহাড়ের কোলে একফালি ফুলের বাগান-
টিউলিপ, জারবেরা, গ্ল্যাডিওলি, ক্রিসান্থিমাম।
দুচোখে যতটা ধরে রোদ, রঙ, মাটি ছুঁয়ে থাক।

সবকিছু ভাবা হলে শেষ, অঘ্রাণী চাঁদ দেখে, চোখে তার নিদাঘকাজল।
শেষ কবে এসেছে শ্রাবণ, মেঘও তার রাখেনি হিসাব।

হে নিশীথ, চিরউপশম, দাও তাকে বিস্মৃতি নামের বিলাস।
ভালোবাসা নামের যে ধুলো, ধরা আছে মুঠিতে তাহার, মিশে যাক হাওয়ায় হাওয়ায়।

Comments

Popular posts from this blog

আনকথা #১২

অলিখিত #৪

অলিখিত #৩