নামহীন #১১
চৈতালী হাওয়া বলো,আর কত ছড়াবে বিষাদ!
আর কত পাতা ঝরা বেলা এঁকে যাবে সেপিয়ার টোনে!
আর কোনও শর নেই তূণে!
পড়ন্ত দুপুরের রঙে মেশে যেই উড়ো কিছু বাগানবিলাস, ডেকে যায় শ্রান্ত কোকিল-
ভাবনার ডানা মেলা ঝাঁক বাসা খোঁজে চোখের ভাষায়
কোনও দিন ছিল কি সময়...
বসন্তদিন আর সাধ করে করা কিছু ভুলও
হিসেবের গরমিল ছিল না কি, হয়তো বা ছিল।
সে যাপন মায়া, নাকি-
পুরোটাই ফাঁকি...
সে ভাবে, সে ভাবে না এখন সেভাবে।
আজও তবু ঘুমঘোরে
দূরে কোথায়, দূরে দূরে... ডাকে
বহুদিন খুঁজেছে সে যাকে
সে তার ছুটির দিন -
অনাবিল আলো আর সুনিবিড় ছায়া।
বিষাদ ছাড়া কি আর কিছু নেই, চৈতালী হাওয়া!
দিও তাকে একফালি মনভালোলাগা,
দূর থেকে দেখে ভালোবাসা, সে যেন না ভাবে তাকে কাচ-
হে জীবন, চিরসখা, চলো তার হাত ধরো আজ।
Comments
Post a Comment