নামহীন #১২

বেরঙিন ছাড়া আর কোনও ডাকে, নিজেকে সে ডাকে না এখন।

স্বপ্নদগ্ধ তার দুইচোখে যদি কিছু নীল থাকে আজও, সে তাকে রাখিবে দোয়াতে।
আরও কিছু সবুজ, যা কখনও ছিল তার প্রস্তরীভূত সেই মন নামে চোরকুঠুরিতে;
কিছু সাদা তার সীমন্তরেখাটির মতো আর বাকি গভীর ধূসর, এই তার জমা রঞ্জনী।

এটুকু বিজন সেই ছবি যখন সে আঁকে, অবসরে
ঘন মেঘ ঢাকে চরাচরে 
যেন কোন প্লাবনের দিন সম্মুখে।

ছবি তার হয়না তো আঁকা,
কিছু কিছু দাগ লেগে থাকা তুলিকায়।

হে নিশীথ, নয়নাভিরাম, নাও তাকে সে অগম পারে, 
অনির্বেদ জীবনের রঙ দাও তার নিবিড় তাহারে।

Comments

Popular posts from this blog

আনকথা #১২

অলিখিত #৪

অলিখিত #৩