নামহীন #১৩
কাহিনীর শেষভাগে এসে তার
মনে পড়ে বেখেয়ালী উপক্রমণিকার ভুল।
আবারো নতুন করে সাজাবে সে কথামালাফুল!
সুচারু, নিবিড়, পরিপাটি
আহা তার কাজলরেখাটি আর
সুশোভন সীমন্তহার।
ঘননীল চুম্বনরঙ,বেমানান, তবু
সেই তার ঘোর ভালোলাগা।
বন্ধ পলকে লেগে থাকা
এই ছবি, যখনই ভেবেছে সে-
এসে গেছে কাহিনীর শেষে।
আরও যা বলার ছিল
সেই তার একান্ত আলো,
হারানো সন্ধ্যারই কাছে রাখা থাক।
আবার নিভৃতদিন,
যদি ডাকে সীমাহীন, গাঢ় আশ্লেষে
আবার যদি সে ফেরে
উপশম খুঁজে কোনও গভীর তিয়াসে-
ক্ষয়ে যাওয়া শীতবেলা প্রান্তে
অনাগত সে তার বসন্তে লাগেই যদি বা কিছু সুর,
বেণুবনছায়াঘেরা সুরভিবিধুর
কোনও স্বপ্নের বাঁক, মেলে যদি,
আসবেই ফিরে তার নামহারা কথাদের ঝাঁক।
যা কিছু ধূসর তার, সঞ্চিত আকিঞ্চন,
ভালোবাসা-ভ্রম আর প্রস্তরীভূত এক মন-
রয়ে যাক।
হে নিশীথ, হে অনুপম.. দাও তাকে কাঙ্খিত যতি..
প্রিয় হোক সমাপন, মুখবন্ধে প্রবল বিরতি।
Comments
Post a Comment